ঘুমের সাথে আড়ি
থাকবে কি জাগি,
আহা সাধের ঘুম
অল্পতেই গুরুম!
তন্দ্রা তুমি পরে এসো
আজ পুতুলের বিয়ে,
মাথায় টোপর দিয়ে।
চলবে ভোজন মণ্ডামিঠাই
কথায় কাটবে গীত,
বিদায় বেলায় বেসুর বাঁশি
ভালোবাসি বলবে হাসি।
আরো পড়ুন -->>
কুশল-রঙের জ্যোৎস্নার আবহে জন্মান্তরিত হবো আমি, হবো জ্যোতিষ্ক-নাগরিক। ‘জন্মান্তরিত হব…
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।