শুভ্র সরখেলের কবিতা ‘ঘুমনোর চেষ্টা চলছে’


চোখের কোনে একটা বড় পাথর আটকে গ্যাছে ! অনেক দিন হোল ।
অনেক যন্ত্রণা দেয় !
অসময়ে তোমাকে বুঝে ফেলার অভিশাপ । ধরে নাও একটি কালো পর্দা - চোখের কালো মনিকে জড়িয়ে আছে ।
আহাম্মক টা বুঝছে না , ওতে আমি কোস্ট পাচ্ছি । প্রতিটা সময় আমায় বারবার কান ধরে ফিরায় । আমি যেন মাঠের পেছনে বল খুঁজতে গিয়ে , না হারিয়ে যাই !
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. চলে৷ মধ্যম মানের কবিতা

    উত্তরমুছুন
  2. এত বানান ভুল
    ছি
    কবিও অশিক্ষিত
    সম্পাদক তো মূর্খ অশিক্ষিত কূপমন্ডুক


    নইলে পত্রিকাজুড়ে এত অকবিতা এত অসাহিত্য প্রকাশ করে কিকরে? একটা মানুষের বোধবুদ্ধি বিচারশক্তি থাকলে এত নিম্নমানের কবিতা তো ছাপানোর কতা না৷

    উত্তরমুছুন
  3. নয়ন আহম্মেদ
    মন্তব্য করার জন্য ধন্যবাদ
    আপনার লেখার বানান গুলো একটু ভুল আছে
    খেয়াল করবেন।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।