ধরলার পাড়ে | কবিতা | দীপন কুমার রায়


কখন আসবে 
প্রহর গুনছি সকাল থেকে,
সূর্যটা লম্ব হয়ে দাঁড়ালো মেঘের আড়ালে।
পরিযায়ী অতিথি গাড়িতে বসে নজর দেয়।
ধরলা এখন শুকনো বালির বুক ভিজিয়ে
আন্দাজ করা যায় সদ্ব্য গর্ভবতী ।
তুমি বলেছিলে পূর্ব তীরে থাকবে ।
এতো দেরিতে এলে ?
অন্য কেউ হলে আজ তোমার প্রেমের ইতি টানতো।
আকাশমণির নীচে বসে গত আষাঢ়ে 
তোমার দেয়া রঙিন কাগজে মোড়ানো উপন্যাস
আমার কাছে সবচেয়ে পছন্দের উপহার।
তোমার নাম যশ ও খ্যাতি ছড়িয়ে পড়ুক।
বইপোকা হয়ে এখনো মুখ লুকিয়ে থাকো 
চার দেয়ালের কোণে, তাইতো।
আচ্ছা  বিরক্ত হয়ে যাচ্ছো ?
আমার অতিরিক্ত কথা শুনে।
নাও আর দেরি নয় হাত দুটো ধরো
আজকের শেষ বেলাটা ধরলার পাড়ে
 হাতের পাঞ্জাতে হাত মিলিয়ে 
 হাটবো সারাটা তীর।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ