কখন আসবে
প্রহর গুনছি সকাল থেকে,
সূর্যটা লম্ব হয়ে দাঁড়ালো মেঘের আড়ালে।
পরিযায়ী অতিথি গাড়িতে বসে নজর দেয়।
ধরলা এখন শুকনো বালির বুক ভিজিয়ে
আন্দাজ করা যায় সদ্ব্য গর্ভবতী ।
তুমি বলেছিলে পূর্ব তীরে থাকবে ।
এতো দেরিতে এলে ?
অন্য কেউ হলে আজ তোমার প্রেমের ইতি টানতো।
আকাশমণির নীচে বসে গত আষাঢ়ে
তোমার দেয়া রঙিন কাগজে মোড়ানো উপন্যাস
আমার কাছে সবচেয়ে পছন্দের উপহার।
তোমার নাম যশ ও খ্যাতি ছড়িয়ে পড়ুক।
বইপোকা হয়ে এখনো মুখ লুকিয়ে থাকো
চার দেয়ালের কোণে, তাইতো।
আচ্ছা বিরক্ত হয়ে যাচ্ছো ?
আমার অতিরিক্ত কথা শুনে।
নাও আর দেরি নয় হাত দুটো ধরো
আজকের শেষ বেলাটা ধরলার পাড়ে
হাতের পাঞ্জাতে হাত মিলিয়ে
হাটবো সারাটা তীর।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।