মৌনতার ফসল।। রোমেল রহমান


এভাবে নিরব থেকে খুব বেশি এগোবে না আর,
তারচেয়ে কয়েকটা হত্যা জরুরী।
আগুন দেবার মতো সাহস জমেনি বলে আজ
এইসব ভয়ানক হিংস্র পিশাচ দিকেদিকে লাফ দেয় ডিগবাজি খায় সকাল বিকেল রাত;
মৌনতার ফসল ফলেছে, লজ্জা পেয়ো না তুমি দায়ী!
তারচেয়ে খুন করো,
খুনির শিরোপা জিতে ফাঁসিতে লটকে পড়ো;
কিংব হাজতবাস আজীবন মেনে নাও।
জরুরী এখন পিশাচ শিকার,
এর থেকে উপাদেয় পথ নেই আপাতত আর।
নিজেকে বাঁচাতে তুমি কয়েকটা জানোয়ার মারো,
নৈলে মরতে তৈরি থাকো জঘন্যের হাতে,
দোহাই দিও না আর ধর্ষণ হয়ে গেছে আমাদের সবটুকু মাটি।
চুপ থাকবার কৌশলে সুসভ্য প্রতিবাদ আজ বিফল- বিকল,
পরাজয় মেনে মরে যাও নৈলে কয়েকটা খুন করো।
নিজেকে বাঁচাতে আজ গণবিদ্রোহ চাই,
পিশাচের ঘাড় ভেঙে বেঁচে থাকা বাঁচাও এবার।।

৫ অক্টোবর ২০২০
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ