প্রথম যৌবন হারিয়ে যায় বেদনার ঘোরে
শরীর পরিমাণ হৃদয় খালি নেই আর
পবিত্র চুমু খেই হারায় অনুর্বর হৃদয়ে
অথচ একটা চুমুর বিনিময় হতে পারতো একটা প্রশস্ত বুক
তীর্যক দণ্ডের ঘায়ে ঘায়ে পিষ্ঠ হয় মাংসের কৌতুহল
কর্কশ হাতের দখলে আজ গোটা যৌবন
আমার জন্ম হতে পারতো কোনো এক পাণ্ডুর দেহে।
_________________________
শিক্ষার্থী,খুলনা বিশ্ববিদ্যালয়।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।