মোকলেছুর রহমানের একগুচ্ছ কবিতা


সহজ স্বপ্ন


চাঁদের মিথ্যে আলোর জৌলুসে
নীলাচ্ছন্ন জগৎচোখ 
যখন খসে-খসে
ঝরে-ঝরে পড়ছে,
দুর্গন্ধময় ক্ষমতার কেন্দ্রকে ঘিরে
পরিবেশের উচ্ছিষ্ট অপাংক্তেয়
কীট-পতঙ্গ  গদগদ করে পা চাটছে।

এ চোখ তখন শ্রমে-ঘামে গড়ে ওঠা  
ধুলি-কাদা মাটির পৃথিবী সদৃশ
সাদা-সুদা সহজ স্বপ্ন দ্যাখে।  


সার্থক রাত


সার্থক হয়ে ওঠে আমার রাত
কবিতার অলি-গলিতে ঘুরে-ঘুরে।

বর্ণ-শব্দে গাঁথি কবিতা মালা
উপমা -যমক শ্লেষে পড়াই অলংকার
পংক্তিতে-পংক্তিতে…


ওয়েসিসগত নীল জল


প্রেষণাচক্রে ক্রোশ-ক্রোশ দুঃখ পার হয়ে
ওয়েসিসগত নীল জল
পান করছি ---
জেনো, 
দুঃখের চেয়ে শ্রেষ্ঠ সুখ আর নেই! 
দুঃখই মহান সুখ, প্রকৃত সুখ।


পরিব্রাজক


পাবলো নেরুদা আপনি দেখে যান
প্রেমের রাজ্যে আমিও নিত্য পরিব্রাজক।

সৈকত হতে অতল সমুদ্দুর, 
উত্তাল প্রেম-জলরাশি।

প্রশান্ত বলেন আর মারিয়ানা টেঞ্চ নগন্য।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

13 মন্তব্যসমূহ

  1. মনছুর আলি২২/৬/২১, ৮:২৬ PM

    কবিতাগুলও যদিও ভাল লাগল না, তারপরও জিজ্ঞাসা করি আপনি এই লাইনে নেরুদাক ডেকে বলেছেন “পাবলো নেরুদা আপনি দেখে যান
    প্রেমের রাজ্যে আমিও নিত্য পরিব্রাজক।”
    আমার প্রশ্ন হইল পাবলো নেরুদাকে ডাকলেন কেন? আর কি কোন লেখক পৃথিবীতে ছিল না? উত্তর দেয়ার জন্য আগাম ধন্যবাদ।

    উত্তরমুছুন
  2. মোকলেছ ভাই ক্যারি অন… শুভকামনা…

    উত্তরমুছুন
  3. নয়ন আহম্মেদ২/৭/২১, ৭:৫৪ PM

    হায়রে কবিতা!
    এইগুলান কবিতা? মিয়াভাই আগে কবিতা পড়েন বড় বড় কবিদের পড়েন বোজেন তারপর আইসেন লেখপার৷ কবিতামারানি

    উত্তরমুছুন
  4. রোমেনা খাতুন৫/৭/২১, ১০:৪৭ AM

    যার নাই কোন গতি, সেই করে কবিগিরি- মুরুব্বীরা এ্মনিই এই কথা কয় নাই। এই কবিতাগুলো এই অপৎকৃষ্ট উদাহরণের শ্রেষ্ঠ নিদর্শণ। সম্পাদকের কি সাধারণ শিক্ষাও নাই, এইসব অখাদ্যকে কবিতা হিসেবে প্রকাশ করে? যত্তোসব

    উত্তরমুছুন
  5. রোমেনা খাতুন
    আপনিও একটা লেখা লিখে দেখিয়ে দিন যে আপনিও পারেন কবিতা লিখতে
    আমার মনে হচ্ছে কোন দিন আপনি হয়তো কবিতা পড়েননি
    আগে ভালো করে পড়াশুনা করে আসুন
    ধন্যবাদ

    উত্তরমুছুন
  6. নয়ন আহম্মেদ
    আপনি কয়টা লেখকের বই পরেছেন
    আগে বই পড়ুণ
    তার পরে মন্তব্য করতে শিখুন
    আক্তারুজ্জামান ইলিয়াস
    সংস্কৃতির ভাঙা সেতু এই বইটি ভালো করে পরবেন
    ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নয়ন আহম্মেদ৭/৭/২১, ১:৩০ AM

      সংস্কৃতির ভাঙ্গা সেতু আমি পড়ছি৷ কী বলতে চাও তুমি পরিস্কার করে বল৷ এই বইয়ের সাথে এই লেখার সম্পর্ক কী রে অশিক্ষিত? মুর্খ তোর নাম কী?

      মুছুন
    2. নয়ন সরখেল
      সম্পাদক
      অনুশীলন
      নয়ন আহম্মেদ
      জীবনে কতো গুলো বই পরেছেন আপনি
      মুর্খের মতো কথা বলছেন
      জীবনে কবিতার বই পড়েছেন
      কয়টা লেখা লিখেছেন জীবনে
      রবীন্দ্রনাথ,নজরুল জীবানন্দ দাস,সৈয়দ শামসুল হক,শামসুর রহমান,এনা দের বই পড়েছেন কখনো
      আপনি নিজেই অশিক্ষিত
      কমেন্ট করার সময় অপরিচিত মানুষ কে আপনি বলতে এই শিক্ষা টুকু শেখেনি
      এই সাইড আজে বাজে মন্তব্য করার সাইড নয়
      এখানে জ্ঞান অর্জন করা হয়
      লেখাটি আপনার পছন্দ হয়নি ভালো কথা এখানে আপনি এইরকম একটা বাজে মন্তব্য করে ফেললেন
      বাহ্
      এই হচ্ছে আপনার শিক্ষা
      সবার কি সব লেখকের লেখা পছন্দ হয়,হয় না
      তাই না
      আপনি লিখতেন
      আমার এই লেখাটি ভালো লাগছেনা
      পরবর্তীতে আরো ভালো কিছু আশা করি
      তাই না
      এই ভাবে তো লিখতে পারতেন
      আপনি যদি লিখতে যানেন
      তাহলে আমাদের ঠিকানায় আপনার লেখা পাঠানোর জন্য নিমন্ত্রণ রইল
      ভালো থাকবেন
      সাবধানে থাকবেন।

      মুছুন
  7. নয়ন আহম্মেদ৯/৭/২১, ৫:২৩ PM

    কি সাবধানে থাকব রে মুর্খ অশিক্ষিত
    ?
    তুই কাকে ভয় দেখাস? তোর পুটকী সই করবো রে অশিক্ষিত৷ তোকে সম্পাদক বানাছে কে? তুই তো মূর্খ অশিক্ষিত৷ হুমকীদাতা গুন্ডা৷ এখন যদি তোর পুটকী সই করি তোর গুন্ডামী ছুটে যাবে বলিলাম৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাঁপড়ি জান্নাত৯/৭/২১, ৬:০৪ PM

      কবিতা এমন হয় জাইন্তেম না হতাশ পাঠক হিসেবে।
      লিখুন লিখতে লিখতে হয়ে যাবে...

      মুছুন
  8. নয়ন সরখেল।৯/৭/২১, ৯:৪১ PM

    ধন্যবাদ

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।