অনুশীলন ম্যাগাজিন সম্পর্কে দুটি কথা

অনুশীলন একটি অবাণিজ্যিক, অলাভজনক সাহিত্যপত্র৷ ২০১২ সালে সাম্য রাইয়ানের অনুপ্রেরণায় ও তত্ত্বাবধানে ‘ইশকুল’* পাঠক ফোরাম-কুড়িগ্রাম এর মুখপত্র হিসেবে ভাঁজপত্ররূপে এর আত্মপ্রকাশ ঘটে৷ সময়ের বিবর্তনে এর কলেবর ক্রমে সামান্য বৃদ্ধি ঘটে, পরিসর বৃদ্ধি পায়, আর আজ অনলাইনেও… 
 
অনুশীলন প্রধানত নতুন লিখিয়েদের পত্রিকা৷ যারা লিখতে শুরু করেছেন কেবল, কোথায় লেখা পাঠাবেন, কাকে পাঠাবেন, কীভাবে পাঠাবেন, এসব নিয়ে ভেবে হয়রান, তাদের বলছি— আপনার লেখাটি প্রকাশ করতেই অনুশীলন প্রকাশিত হয়৷ আপনি নির্দ্বিধায় আপনার লেখা কবিতা, গল্প, প্রবন্ধ আমাদের ইমেইলে পাঠিয়ে দিন৷ আমাদের ইমেল ঠিকানা: anushilanmag@gmail.com 
 
আমরা শুধু নবীন লেখকের লেখাই প্রকাশ করে তা অবশ্য নয়৷ প্রবীন কিংবা অপরাপর সকলের লেখাই প্রকাশ করে যথাযোগ্য মর্যাদায়৷ সকলেই লেখা পাঠাতে পারেন আমাদের৷ আমরা আছি আপনার পাশে আপনার চর্চাভূমি হয়ে৷ 
 
কাগজে ছাপার কালে আপনাদের যেরকম সাথে পেয়েছি, অনলাইনের এ যাত্রায়ও আপনাদের পাশে পাবো, এমনটাই আশা করি৷ আপনাদের সুস্বাস্থ্য কামনা করি৷

____________________
*বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্তৃক প্রকাশিত স্কুল ছাত্রদের জন্য পত্রিকা ‘ইশকুল’ এর কুড়িগ্রাম জেলায় পাঠক ফোরাম গঠন করা হয় স্কুল ছাত্রদের নিয়ে৷