আসছে ফাগুনমাস


মরিয়ম মেরিনা ৷ ৷

আমার কাছে ফাগুন মানে রং-বেরঙের শাড়ি,খোঁপায় গুজিয়ে দেওয়া প্রেমিকের ফুল,প্রেমিকের দেওয়া কাঁচের চুড়ির রিনঝিন শব্দ,কপালে লাল টিপ।ঝিরিঝিরি বাতাস,মিষ্টি মিষ্টি রোদ, গাছে গাছে আগুন পলাশ,পাঞ্জাবি পরিহিত প্রেমিকের হাত ধরে বইমেলায় আসা।স্টলে স্টলে বইয়ের পাতা উল্টানো,অটোগ্রাফসহ বই কেনা।ফাগুন মানেই যেন আরো একটু বেশি ভালোবাসা। মাস জুরেই যেন প্রেমিক-প্রেমিকার ঝগড়া বারণ,প্রতিদিনের বিকেল-সন্ধ্যে মেলার মাঠে আনাগোনা। ফাগুন মানেই যেন চারিদিকে প্রেম প্রেম খেলা।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।