তক্কে তক্কে গপ্পো অনুষ্ঠিত





অনুশীলন থেকে ধারাবাহিক পাঠচক্র "তক্কে তক্কে গপ্পো" আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তক্কে তক্কে গপ্পে বিভিন্ন বিষয়ের উপর ধারাবাহিক ভাবে পাঠচক্র অনুষ্ঠিত হবে।

তক্কে তক্কে গপ্পের প্রথম আয়োজন  "তক্কে তক্কে গপ্পো-১"  " তক্কে তক্কে গপ্পো কেনো, কীভাবে " বিষয়ের উপর গত ১২ই অক্টোবর কুড়িগ্রাম সরোবরে অনুষ্ঠিত হয়। "তক্কে তক্কে গপ্পো-১" এ আলোচনা করেন অনুশীলন সম্পাদক রিদওয়ান পর্ব। পরবর্তী পাঠচক্র " তক্কে তক্কে গপ্পো-২" এ আলোচনা করবেন ক্রিয়েটিভ ডিজাইনার জাকির ইমরান উজ্জ্বল। উল্লেখ্য, প্রতিবার অনুশীলনের ফেসবুক পেজ থেকে ঘোষণা দিয়ে তক্কে তক্কে গপ্পের দিনক্ষণ জানিয়ে দেয়া হবে।


আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ