কবি ও প্রাবন্ধিক মাহফুজুর রহমান লিংকনের জন্ম ১৯৮০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। তিনি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে ‘ব্যবস্থাপনা’ বিষয়ে পড়ালেখা করেছেন৷ স্কুল জীবনেই লেখালিখির সূচনা ঘটে তার৷ কখনো দেয়ালপত্রিকা, কখনো হাতে লেখা পত্রিকা এরকম নানা উদ্যোগ নিয়েছিলেন অল্প বয়সেই৷ কলেজে পড়ার সময় একক কবিতার দেয়াল পত্রিকা প্রকাশ করে কলেজে সাড়া ফেলে দিয়েছিলেন৷ মানবতাবাদী এই লেখক একদিন যুক্ত হয়ে পড়েন ছাত্র রাজনীতির সাথে, নাম লেখান বাংলাদেশ ছাত্র ইউনিয়নে৷ একদিকে চলে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম অপরদিকে সাহিত্য সাধনা৷ এই সময়ই একে একে প্রকাশ করলেন দুইটি সাহিত্য পত্রিকা: মৃন্ময়ী, পথ৷
পড়ালেখা সমাপ্ত করে যুক্ত হলেন ফ্রিল্যান্স সাংবাদিকতায়৷ স্থানীয় সংবাদপত্রের সাথে এই যুক্ততা দীর্ঘমেয়াদী হয়নি৷ চাকুরী নিলেন এনজিওতে৷ স্থায়ী হলো না৷ জীবিকা প্রশ্নের সমাধানের প্রত্যয় নিয়ে চলে গেলেন মধ্যপ্রাচ্য৷ কিন্তু দেশের টান তাকে স্থায়ী হতে দিলো না৷ ফিরে এলেন৷ আবারো চাকুরী নিলেন এনজিওতে৷ তারপর একে একে চাকুরী বদল করতে করতে এখন একটি বেসরকারী অগ্নিনির্বাপক প্রতিষ্ঠানে চাকুরী করছেন৷ জীবনের নানা প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কবিতা ছাড়েননি নাকি কবিতাই তাকে ছাড়েনি? এই প্রশ্ন অবান্তর৷ বরং বলা ভালো কবিতাই ছিলো তার একমাত্র আশ্রয়৷ কবি লিংকনের ভাষায়, “আমি কবিতার লোক… কবিতা আমার দ্বীন নাথ বন্ধু! কবিতা ছেড়ে অন্য কিছু আমি ভাবতে পারি না…
কবিতায় থাকতেই স্বচ্ছন্দবোধ করি… প্রবন্ধ লিখা হয় আসলে নিজের ভিতরের অনেক ভাবনা অন্যের সাথে শেয়ার করার জন্য…
গল্প-উপন্যাস প্রসঙ্গে আমার নিজের ব্যাপারটা হলো, চেষ্টা করিনি তা নয়, তবে, সন্তুষ্ট হতে পারি নাই তাই আর ও পথে পা বাড়ানো হয়নি৷”
প্রথম দশকের মধ্যবর্তী সময় থেকে তিনি নিয়মিত লিখছেন বাংলাদেশের অন্যতম লিটল ম্যাগাজিন ‘বিন্দু’ (bindumag.com) সহ আরো কিছু লিটলম্যাগে৷ এছাড়াও ওয়াকিং ডিসট্যান্স, দিব্যক, শিল্প-সাহিত্য, অনুশীলন সহ বিভিন্ন পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে৷ যেখানে তিনি শিল্প-সাহিত্য প্রসঙ্গে নতুন দিনের ভাবনা ব্যক্ত করেছেন৷ উর্ধে তুলে ধরেছেন উন্নত-আধুনিক সাহিত্যবোধ৷ বর্তমান সময়ের এই উজ্জল কবি ও প্রাবন্ধিকের ৪২তম জন্মদিনে আমরা প্রকাশ করতে যাচ্ছি অনুশীলন সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা৷ আপনারা প্রবন্ধ, স্মৃতিকথা ও নিবেদিত কবিতা ইমেইল [anushilanmag@gmail.com] করুন ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে৷
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।