নদী ও গ্রামের দ্বন্দ্ব
গ্রাম যদি ইচ্ছা করে তবে নদী দুহাতও না।
গ্রামের সগর্ব মূর্তি অক্ষরসম্পন্ন। নদীরও জানা আছে পাহাড়ের
বেশ কিছু দুর্বলতাচিহ্ন
ইস্পাতবাড়িতে সন্যাসযাপন কেউ কেউ দেখেছে, হচ্ছে না
আর পথে পথে ফুল, প্রতিটি ঢেউয়ের শীর্ষে লেগে আছে।
গ্রাম যদি অন্ধ হয় গ্রামের শ্রবণশক্তি যদি শূন্য
তবে গুচ্ছ গুচ্ছ কাশে কেন হাঁসের লুকোনো ডিম
গোপিনীবস্ত্রের নতুন পুরনো সব গাছ কেন
ডালপালাসহ শ্বাস ফেলছে নদীর কাঁধের পরে?
শ্রীধর কথক স্মৃতিচিত্রে, তলে তলে
আমি যে তোমার পা ধুইয়ে দি
একে ভাবো বিবর্তনপথ -
ঝিনুকের কষ্ট, ইলিশ সুরত স্তরভেদী,
সাধ্য হলে
প্রতি বিন্দু মাটি মিশিয়ে নিতাম আমার পাঁজরে।
ত্বক
ও ঘুমায়
আমার ত্বকের নিচে সারাদিন
রাতে
ওকে ডেকে তুলি
আমি বাঁচি
আমার কুকুরগুলোর জন্য
ওরা
অশান্ত হয়ে উঠেছে
ওরা
আমার ত্বক
চেটে
ফুটো করে ফেলবে
আরো পড়ুন -->>
1 মন্তব্যসমূহ
মনোহর ও প্রাঞ্জল ভালোলাগা হল এই পাঠ অভিজ্ঞতায়
উত্তরমুছুন"ও ঘুমায়
আমার ত্বকের নিচে সারাদিন
রাতে
ওকে ডেকে তুলি"
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।