আমরা নারী -মনিকা রায়





কতো দুঃখ কষ্ট  করিয়া করেছে বড় মোদের

শুধু নারী বলে আজকের সমাজ কেন বলে,
                    থাকো ঐ দূরে।
সাধনার সিঁড়িতে উঠতে যদি চাই
প্রথম এক পা বাড়াতেই কেন হোচট মোরা খাই
ছাত্রী জীবনে যাতায়াতে যেন লজ্জা লজ্জা লাগে
উলিপুর থেকে কুড়িগ্রাম আসব,
মনের গোপনে যেন একটা অজানা ভয় লুকিয়ে থাকে
কতো লোকের কতো কথায় জীবন লাগে অতি তুচ্ছ
প্রতিটা মুহুতেই মোদের জীবন
    ইতিহাসের পাতায় লেখা একটা গল্পগুচ্ছ।
স্বাধীন দেশের  স্বাধীন বাঙালি মোরা
তবুও নারীরা মোরা কেন অস্বাধীন 
  দুর্নীতি   সমাজে  মাঝে মাঝে হয়ে যায় আশাহীন 
পাসের লোকে পিছু টানে বিপদের মোরা সম্মুখীন
জীবনের মূল্য বোঝাব মোরা,
  আসবে সেই দিন।
 
শ্রেণী: একাদশ
 কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
 
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ