যুদ্ধের প্রেরণা - হিমা আক্তার

 


জীবন যুদ্ধ কঠিন যুদ্ধ 

লড়াই  আছে প্রতি মুহূর্ত;

লড়তে  যে চায় 

টিকে সে রয়।

প্রকৃতির নিয়মের নির্মম  বলি 

আমি এক জীবনমৃত বালিকা;

জীবনের সাথে লড়ছি প্রতিদিন

নেই আমার কোনো চালিকা।

অপরুপ এই জগৎ  সংসার

তারি মাঝে জন্ম আমার;

মায়ের আমি আদরের মেয়ে

তবে ছিলাম আদরের। 

সব যেন হলো নিমিষেই শেষ;

কেউ বলেনা এখন, মাগো আসিস তাড়াতাড়ি 

রাস্তায় আবার করিস না যেন দেরি।

জীবন যুদ্ধ কঠিন যুদ্ধ 

লড়াই যে আছে প্রতি মুহুর্তে

লড়তে আমি চাই।


হিমা আক্তার 

শ্রেণী: একাদশ 

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ



আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ