বকুলের দিন
বকুলের দিন ফুরায়ে যায়-আসে
আসো না তো তুমি!
কি অদ্ভুত মন
ফিরে পেতে চায় যখন-তখন
—সে কি অকারণ?
অদৃশ্য জল
অজস্র বার বিচ্ছেদের শরীর আপোষ করতে এসে
নিশ্চুপ থেকেছে, ফিরেছে নিঃশব্দে,
বোকাচোখ অদৃশ্য জল শুকিয়ে সম্মুখে,
কান্নাচেপে আষাঢ়হীন বান ডেকেছে একাকী
বিশ্বাস করতে বলছি না...
শূন্য দশমিক সময় লাগতো আপোষ হতে অথচ;
জীবন থেকে খোয়া গেলো যুগ পেরিয়ে যুগ,
যৌবনের পাওনা সুখগুলোকে
নির্বোধ করে রেখেছে।
—তুমি বুঝবে না...
বুঝ ফিরলে ভুলের ঘোরে, শেষ অবদি এসো না।
বিচ্ছেদক্লিষ্ট, সুখ সম্ভলহীন ক্ষয়ে যাওয়া শরীরে
তুমি সুখস্বচ্ছন্দে সমাধিতে যেও
ওপারে না হয়, আপোষ করে নিবো
না পাওয়া যা ছিলো....
অপয়া কৃষক
আটষট্টি হাজার বর্গমাইল
ভূমিতে শব্দ চাষাবাদ করেও
ফসল ঘরে আনতে না পারা
এক
অপয়া কৃষক আমি.....!
দুরন্ত পাখি
দুরন্ত পাখিটার কি জানি হইছে—মনশ্রী?
—ঠিক মতো কথা কয় না
উড়তে চায় না,
খেতেই চায় না আনমনে শুধুই কাঁদে
পাশে বসলে ছিটকে উড়ে—
বসে জবা ফুলের ডালে
দুরন্ত পাখিটার কি জানি হইছে...
মধ্যরাতের ভুল
ভাঁজ করা যায় কাগজ
কাগজ জড়বস্তুর
কাগজ ব্যবহার উপযোগি অজানা নয়
যেমন চাইবে ঠিক তেমনি ভাঁজ হবে
সেই ভাঁজ শিল্প ও হয়ে উঠতে পারে যদি ভাঁজটি কোনো শিল্পীর হাতের ভাঁজ হয়।
দুপুর দুইটা
মনশ্রী
আধোঘুমে যদি কেউ জাগিয়ে তোলে
—যদি শুনতে পাও
আমার অপমৃত্যুর খবর!
নিশ্চিত জেনে নিও—
প্রিয়তমা'র অবহেলায়...
আরো পড়ুন -->>
8 মন্তব্যসমূহ
Sundor laglo
উত্তরমুছুনশুভেচ্ছা জানিবেন
মুছুনফিরোজ তুমি এগিয়ে চল
উত্তরমুছুনইলেকশনে নমিনেশন নেয়া হয়নি-এখনো। ভাবছি এবারে নৌকা প্রতিকে...ধন্যযোগ।
উত্তরমুছুনবাক্যগঠনেই ভুল! পড়ালেখায় মনযোগী হোউন৷
উত্তরমুছুনআপনার স্কুলে ভর্তি নিন...
মুছুননয়ন আহম্মেদ
উত্তরমুছুনআপনি আগে ভালো করে পড়াশুনা করে আসুন
তার পরে লিখবেন
ধন্যবাদ।
লেখা নিয়ে আলোচনা সমালচনা করুন
উত্তরমুছুনযতো ইচ্ছে।
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।