বদলানো বর্ষা | মোঃমনিরুল ইসলাম


আগের মতো রঙিন ধারায়  
নেই তো কিছু আজ
চির চেনা প্রকৃতিটাও 
বদলাচ্ছে তার সাজ

বর্ষায় বিল খাঁ খাঁ করে 
নেই তো কোথাও পানি 
গ্রীষ্ম তো দিয়ে গেছিল 
আগাম বৃষ্টির হাত ছানি 

আষাঢ়ে আজ ফেটেছে মাঠ 
 নেই  তো বৃষ্টির দেখা 
তাই নিয়ে মস্ত বিপাকে 
আমার গ্রামের চাষা।


শিক্ষার্থী, ৯ম শ্রেণী
রতিগ্রাম বি.এল হাইস্কুল 
রাজারহাট, কুড়িগ্রাম
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।