মেঘের আড়ালে ভালবাসা | হাসান পলাশ


অতপর মেঘে-মেঘে 
অনেক বেলা হল,
ভালবাসার কিশোর বয়স
সে তো প্রথম প্রহরের মত আজো।
প্রণয়ের প্রথম ভোরের উদিত সূর্য
এখনও লাল আভা ছড়ায় অবেলাতেও।
দেহাকাশে মেঘদল লুকোচুরির
নিভৃত বিউগলের করুণ সুর শোনালেও
ভালবাসার বয়স বাড়েনি আজও হৃদয়তলে।হৃদয় মন্দিরের অনুরাগের ঘন্টা
আজো তেমনি বাজে ঐ পুস্পিত হৃদয় পাড়ায়।
অতপর জীবনের ক্লান্ত বিকেলের
লাজুক হাসি লজ্জাবতী গাছ হলেও
অমৃত ভালবাসা সুগন্ধী ছড়ায় কামিনীতলে।
বয়স বৃক্ষের হলদে পাতা কমলেও
প্রণয়ের কৈশর মুকুটহীন সম্রাট।
মেঘে মেঘে অনেক বেলা হল
অতপর মেঘে মেঘে অনেক বেলা হল।।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. নয়ন আহম্মেদ২/৭/২১, ৭:৫৬ PM

    হায়রে কবিতা! মূর্খ সম্পাদকের কীর্তি!
    এইগুলান কবিতা? মিয়াভাই আগে কবিতা পড়েন বড় বড় কবিদের পড়েন বোজেন তারপর আইসেন লেখপার৷ কবিতামারানি

    উত্তরমুছুন
  2. নয়ন আহম্মেদ৮/৭/২১, ৪:২৯ PM

    এগলা যদি কবিতা কই
    তর নানীর পুটকী সই

    উত্তরমুছুন
  3. মোহাম্মদ রফিকুল আলম সরকার৯/৭/২১, ২:৫০ AM

    অকর্মা কবি৷ এগুলো কবিতা হইছে? মূর্খ অশিক্ষিত সম্পাদক
    ছি
    জঘন্য

    উত্তরমুছুন
  4. সুমন রহমান৯/৭/২১, ২:৫২ AM

    সম্পাদক আর লেখক
    দুইজনকে গরম তেলের চৌবাচ্চায় চুবাতে হবে তাহলে কবিতা কাকে বলে শিখবে

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।