অনুশীলন: শুভ দিন, শুভ অপরাহ্ণ। প্রথমেই মিজান খন্দকার সাহিত্য পুরস্কার-২০২৩ পাবার জন্য আপনাকে অভিনন্দন জানাই।
উত্তর: শুভ অপরাহ্ন। শুরুতে কৃতজ্ঞতা জানাই কর্তৃপক্ষকে। মিজান খন্দকার সাহিত্য পুরস্কার-২০২৩ পাওয়ার আনন্দটা, অনুভূতিটা একেবারেই অন্য রকম।
অনুশীলন: পুরস্কারের ঘোষণা জেনে কেমন লাগছে তা জানতে পারি কি?
উত্তর: পাওয়া না পাওয়ার এ পৃথিবীতে, এরকম পুরস্কারের ঘোষণা জেনে মনে হচ্ছে এটা ভালোবাসা ও সাহিত্য কর্মের অমূল্য প্রাপ্তি। যা সাহিত্যের প্রতি দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিল।
অনুশীলন: প্রথম কবিতার বই প্রকাশের পরই এ পুরস্কার পেলেন, এই ব্যাপারটি কীভাবে দেখছেন?
উত্তর: আমার প্রথম কবিতার বই 'সব বৃক্ষ মহোদয় হয় না’ দুই দশকেরও অধিক সময়ের কাজের নমুনা। আমার কবিতা চর্চা প্রগাঢ় সমাজ-বাস্তবতা, হৃদয় নিঙড়ানো ভালোবাসা ও আবেগের সংমিশ্রণজাত। এ পুরস্কার প্রাপ্তি যেমন আনন্দের, একই সঙ্গে নির্মল সুখেরও বটে।
অনুশীলন: বই প্রকাশে আপনার ভবিষ্যত পরিকল্পনা জানতে ইচ্ছুক৷ কিছু বলবেন?
উত্তর: আগামীতে বই প্রকাশে ভবিষ্যত পরিকল্পনাতে বলবো; প্রতিশ্রুতিশীল, মননশীল লেখনী, লিখে যাওয়া ও প্রবন্ধের বই প্রকাশ করা। সাথে কবিতার বইতো আসবেই।
অনুশীলন: আমার সাথে কথা বলার সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ২৫ অক্টোবর পুরস্কার প্রদান অনুষ্ঠানে আপনার সাথে দেখা হওয়ার আশা করি।
উত্তর: 'অনুশীলন' সম্পাদককে ধন্যবাদ ও ভালোবাসা। আগামী ২৫ অক্টোবর দেখা হচ্ছে, আনন্দের আয়োজনে।
অনুশীলন: আপনাকে আবারও ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অশেষ অভিনন্দন।
উত্তর: স্নেহাস্পদ 'অনুশীলন' সম্পাদক অকৃত্রিম ভালোবাসা রইলো। ভালো থাক নিরন্তর।
1 মন্তব্যসমূহ
অভিনন্দন ভাই! ভালো লাগলো আপনার এই পুরস্কার প্রাপ্তির ঘটনা। আপনি মেধাবী মানুষ। আপনার এই সাফল্য প্রত্যাশিত ছিল। কর্তৃপক্ষকেও ধন্যবাদ আপনাকে মনোনীত করায়।
উত্তরমুছুনঅনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।