দুটি কবিতা // রিদওয়ান পর্ব


ট্রাফিক জ্যাম


লিপিবদ্ধ অভিমান গুলো আটকে আছে 

দীর্ঘ ট্রাফিক জ্যামে, 

কর্দমাক্ত বৃক্কে বারবার ফিরে আসা যায়

দেবীর চন্দ্রিমায় দীর্ঘশ্বাস দীর্ঘায়িত করতে

অভিজ্ঞতার রৌদ্রজ্জ্বল ছায়ায় বেড়ে উঠছি

সুইয়ের বুননে বেপরোয়া ঝড় হয়ে

তোমার উঠোনে বিস্ফোরিত হবো বলে



জলের গুঞ্জন


তোমাকে ছোঁয়ার ইচ্ছে আমার জলের গুঞ্জনে

চরণ আমার ভিজতে চায় তোমারই তীরে

জলের জন্য জলের গভীরে জলছোঁয়ার তৃষনা

গভীরে যাবার ইচ্ছে আমার প্রাপ্ত প্রায়

তোমার শব্দ সংকেত বিধানিলো গতিবেগ

হলাম শান্তিনিকেতনে প্রশান্তি খোজা শিকার শুশুক 




আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. মুকাদ্দেস আলী১৬/৮/২৩, ১:০৭ PM

    বানান ঠিক করা দরকার
    এত বানান ভুল কেন কবিতায়

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।