কুড়িগ্রামে হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত


 

কুড়িগ্রাম সাহিত্যসভার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে গত ৮ই নভেম্বর,২০২৩ ডিসি অফিস সংলগ্ন সরোবরে ‘হেমন্তের কবিতা উৎসব-১৪৩০’ অনুষ্ঠিত হয়েছে৷ 'হেমন্তের কবিতা উৎসব-১৪৩০' উদ্বোধন করেন জাতীয় শিল্পকলা একাডেমীর প্রাক্তন উপ-পরিচালক, বিশিষ্ট নাট্যকার গোলাম সারোয়ার৷ উদ্বোধন উপলক্ষ্যে রাধাচুড়া গাছ রোপন করা হয়৷ এরপর সম্প্রতি প্রয়াত কবি আসাদ চৌধুরী, মলয় রায়চৌধুরী, প্রাবন্ধিক সুশান্ত বর্মণের মাতা ও সারা বিশ্বে চলমান যুদ্ধে যে নিরপরাধ জনসাধারণের মৃত্যু হচ্ছে সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷

স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু৷ প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজক কমিটির আহ্বায়ক কবি আহম্মেদুল কবিরের সভাপতিত্বে ও সাদিকুর রহমানের সঞ্চালনায় আয়োজনে কবিতাপাঠ ও সাহিত্যালোচনা করেন কুড়িগ্রাম ও ভারত থেকে আগত কবিগণ৷ আয়োজনে ভারত থেকে আগতদের মধ্যে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক সুবীর সরকার, লোকমানস সম্পাদক কবি দেবাশিস ভট্টাচার্য ও কথা লাহরী সম্পাদক কবি সৈকত সেন। কুড়িগ্রাম থেকে আলোচনা করেন সাংবাদিক ইউসুফ আলমগীর, কবি আশীষ বকসী, বিন্দু সম্পাদক কবি সাম্য রাইয়ান, কুড়িগ্রাম ছাত্র ইউনিয়নের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, হিজিবিজি সম্পাদক রাজ্য জ্যোতিসহ আরো অনেকে।

বিকেল চারটায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত৷ কবিতায় মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম সরোবর৷ এছারাও আয়োজনে অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয় এবং বই উপহার দেয়া হয়৷


আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ