এখন এভাবেই আমার;
সে সময় চলে যায়,
নিজেই ধরা পড়ি নিজের ছলনায়।
ঘুমভাঙানি সে যন্ত্রণা খুবই স্ববল
প্রতি রাতে আমায় জ্বালায়-পোঁড়ায়,
স্বপ্নের চিৎকারে পৃথিবী থেমে যায়
কষ্টের রাজ্যসীমা মোর বিছানায়।
তাঁরাগুলি মরে যায়;
জোৎস্নাও সরে যায়,
পৃথিবীর সব গলি ভিজে যায়
আমার এ বিরহ কান্নায়-
আছি বড় যন্ত্রণায়।
আমি কেঁদেই চলেছি আনন্তের পথ ধরে
ফুলেরাও যায় ঝরে-
কষ্টেরা পরিপূর্ণ কানায় কানায়;
হৃদয় মোর বরফ শীতল,
আমি'ই তো সেই অঝর কান্না-
আমি সেই কষ্টের হিমালয়।
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।