নক্ষত্রের কষ্ট
নীল আকাশ,
কষ্টের মেঘ নেবে?
কান্নার জ্বল নেবে?
নীল আকাশ,
বুকের চিনচিন ব্যাথা নাও
তুলে দেই অন্তঃস্থিত কষ্ট গুলি?
নীল আকাশ,
অন্তত আমাকে নাও
আকাশের তারায় লুকিয়ে রেখো।
নীল আকাশ আমাকে রাখতে কি লবিং লাগবে?
যদি লাগে সে ব্যবস্থাও আছে,
রাস্তার বেপরোয়া চালক আছে।
ক্রসফায়ারের প্রশাসন আছে।
খাদ্যে ভেজাল আছে।
ইত্যাদি ইত্যাদি।
পরিশেষে,
ফ্যানে ঝোলানো দড়িতে ঝুলে আছে এক জীবন
হাহাকার জুড়ে তুমি আছো! আছো? অবশ্যই আছো।
অদ্ভুত স্বপ্ন
আমি এক অদ্ভুত স্বপ্ন নিয়ে হাটি
পথিমধ্যে উড়িয়ে নেবে পাখি।
অভাব হলে মাটিপানে চেয়ে থাকি
এই বুঝি নোটে মোড়ানো মুজিব দিচ্ছে উঁকি।
মুখ ভর্তি দাড়ি, ঠোঁটের কোণে সদ্য জ্বালোনো বিড়ি
ঠিক তখনই রাস্তার পাগল চিৎকার করে," দেশ চালায় জুয়াড়ি।"
বিপদে যখন মৃত্যু আসে কাছে
হাসছি আমি, মরলেই বিপদ যাবে উবে।
আরো পড়ুন -->>
1 মন্তব্যসমূহ
অসাধারণ সুমন সিদ্দিকী
উত্তরমুছুনঅনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।