রাঙ্গা বালি- আকরাম হোসেন



 

 

সাইবেরিয়ান বালি আমি ভাই

নীল আসমানের গভিরে উড়ে বেড়াই
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখি
আসমানে আসমান নাই!
জমিনেই আসমান,খাদ্য কি পাই?
চর্তুর আমি,ধুর্ত আমি বালি
দিনের আলোয় চাঁদ আমি
সুন্দরের জ্বালা
এলে তব পাবে ধরা।
গভীর আসমান হবে নীল
ভাসাবো তারে জমিন পার
ডুবসাঁতারে ধরবো আমি
গভিরের চালাক মানবে হার।
অতিথি বালি আমি
ধুসর রঙ্গা,পেটুক রাঙ্গা
আহার আমার চাই
আসমান হোক,জমিন হোক
আমি বালি গভির আসমানে যে যাই।।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আহ্ কবি অনেক দিন পর,তাও আবার একবার জানালে না।
    ধন্যবাদ দিয়ে ছোট করব না।(ধন্যবাদ)

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।