গদ্য/ বন্ধুত্ব: মরিয়ম মেরিনা


গরিবে গরিবে বন্ধুত্ব বেশ জমকালো হয়।

কিন্তু দুজন গরিব বন্ধুর মধ্যে একজন যদি হুট করে তথাকথিত বড়লোক হয়, সেই আগের মত বন্ধুত্ব  আর থাকে না।

আগের মাখামাখি,মারামারির সম্পর্কগুলোতে আত্মসম্মান জেঁকে বসে।

হঠাৎ বড়লোক হাওয়া বন্ধুটা নানা কাজে ব্যস্ত থাকে।থাকুক ব্যস্ত, দেখা হলে কথা হলে খোঁচা দিয়ে কথা বলা,কিংবা নিজের অবস্থানটা বারবার অন্যজনকে বোঝানো,তাকে সম্মান, শ্রদ্ধার পাত্র মনে করে চলতে হবে এবং দূরত্ব সৃষ্টি করে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা নতুন কোন গল্প না।

বড়লোক বন্ধুর প্রতি গরিব বন্ধুর কোন অধিকার থাকে না।যাকে ইচ্ছেমত ভেঙেচুরে নিজের কাছে জমা করে যেত সে কাছে থাকলেও শত শত মাইল দূরে।কারন তার অবস্থার পরিবর্তন।

সে পাহাড় সমান অপরাধ করলেও আপনাকে বলতে হবে ইট’স ওকে।

আর আপনি চুল পরিমান অপরাধ করলে তার ক্ষমা নাই।

কোন এক বিপদে আপনার সাহায্য তার লাগবে।আপনি জীবন বিপন্ন করে তাকে হেল্প করেন,দেখেন আপনার হেল্পটা তার কাছে কতটা তুচ্ছ মনে হয়।

তাই,বন্ধু কবে, কখন দূরত্ব সৃষ্টি করবে সেই আশায় থাকবেন না।সে যদি একহাত পিছায়, আপনি দশ হাত পিছাবেন।






আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ