করোনা কবিতা / সৌরভ মহন্ত


আমি দেখিনি স্প্যানিস ফ্লু, আমি দেখিনি প্লেগ।
আমি দেখেছি করোনার ভয়ঙ্কর গতিবেগ।
উৎপত্তি যার ভুতূড়ে শহর উহান ...!
করোনা কেড়ে নিলো লাখো মানুষের প্রাণ।
ছড়িয়ে গোটা পৃথিবী, জানিয়ে দিলো করোনা ক্ষুদ্র হলেও শক্তিশালী।
ফুসফুসে করোনার ভয়াল আক্রমণ
দেশজুড়ে তাই চলছে লকডাউন।
করোনা মানবজাতির জন্য অভিশাপ,
নিঃস্তবদ্ধ পৃথিবীতে প্রকৃতিতে নতুন সাজ।
বসে নেই সম্মুখ যোদ্ধা চুপচাপ,
শত চেষ্টা রুখতে করোনার প্রকোপ।
দিচ্ছে সেবা, ঘরে ঘরে ত্রাণ।
বাঁচাতে হবে লাখো প্রাণ।
স্যালুট তোমাদের করোনা যোদ্ধা
আজীবন স্বরণীয় থাকবে তোমরা।

লেখক: শিক্ষার্থী,কুড়িগ্রাম সরকারি কলেজ।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ