শহীদ সঞ্জয় তলাপাত্রঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রমিথিউস

শহীদ সঞ্জয় তলাপাত্র

লিখেছেনঃ মন্টি বৈষ্ণব


শহীদ সঞ্জয় তলাপাত্র, ক্যাম্পাসের প্রমিথিউস।

শহীদ সঞ্জয় তলাপাত্র সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামের এক অবিস্মরণীয় নাম।

সঞ্জয়রা কোন দিন হারিয়ে যায় না। তাদের স্মৃতি বেঁচে থাকে অনন্তকাল। সঞ্জয় তলাপাত্র একমাত্র নিজের ইচ্ছায় স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। পাশাপাশি সমাজ বদলের স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নে।

১৯৯৮-এর আগস্টের আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন। ফলে সেই সময়ে প্রায় প্রতিদিন ক্যাম্পাসে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হত। ২০ আগস্ট। সেদিন সকালে বটতলী স্টেশনে মিছিলের কোন কর্মসূচি ছিল না। কিন্তু ট্রেন ছাড়ার আগে শিবির কর্মীরা রড, লাঠি আর বাঁশ নিয়ে হামলা করে সাধারণ শিক্ষার্থীদে। আহত হয় অনেক শিক্ষার্থী। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বটতলী স্টেশনে বিশাল মিছিল বের হয় এবং ক্যাম্পাসে বড় মিছিল বের করার সিদ্ধান্ত হয়। কিন্তু সেদিনের হামলার সবচেয়ে বড় দুঃসংবাদ ছিল স্টেশনে মৌলবাদী ঘাতকদের দ্বারা সঞ্জয়ের মারাত্মক আহত হওয়া।

প্রতিদিনের মতো সেদিনও সঞ্জয় খাতা আর তুলির ব্যাগ কাঁধে নিয়ে সকালের শাটল ট্রেনে যেতে চেয়েছিল তার প্রিয় ক্যাম্পাসে। কিন্তু মৌলবাদী চক্রের নির্মম লাঠি আর রডের আঘাতে তাকে আর ক্যাম্পাসে পৌঁছতে দেয়া হয়নি। পৌঁছে দিয়েছিল হাসপাতালে। তারপর দীর্ঘ ৪৮ ঘন্টা ডাক্তারদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর সাথে লড়াই করে ২২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে মস্তিষ্কের রক্ত ক্ষরণ জনিত কারনে সঞ্জয় চিরতরে চলে যায়। থেমে যায় একটি প্রাণবন্ত জীবন। সেদিন ২২ আগস্ট ছিল তার ২৪ তম জন্মদিন।

ক্যাম্পাসে সঞ্জয়ের মৃত্যুর সংবাদ পৌঁছলে ১৪ হাজার ছাত্র-ছাত্রী ক্ষোভে, ঘৃণায়, প্রতিবাদে রাস্তায় নেমে আসে আর আকাশ-বাতাস প্রকম্পিত করে করে বলেছে ‘মাগো তোমায় কথা দিলাম, সঞ্জয় হত্যার বদলা নেব।’ সঞ্জয়ের ক্যাম্পাসে খুনী শিবিরের ঠাঁই নেই। সঞ্জয়ের আত্মত্যাগ সেদিন সকলকে ঘুরে দাঁড়ানোর সাহস শিখিয়েছিল। কারণ দীর্ঘ ১২ বছরের অবরুদ্ধ ক্যাম্পাসকে সেদিন মুক্ত করার শক্তি যোগায় সঞ্জয়ের সেই আত্মত্যাগ। ১৪ হাজার ছাত্র-ছাত্রীর সম্মিলিত প্রতিরোধে সঞ্জয়ের হত্যাকারী ঘাতকরা সেদিন ক্যাম্পাস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

এখনো, সঞ্জয় হত্যার কোনো বিচার হয়নি। কি অপরাধ ছিল সঞ্জয়ের? অন্যায়ের প্রতিবাদ? হত্যাকরীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এই খুনী শিবিরের বিরুদ্ধে আমরা কি বা করতে পেরেছি? সঞ্জয়ের মা এখনো জন্মদিনে ছেলের জন্য পায়েস তৈরি করেন। ছোট বোন শান্তা তলাপাত্র নিঃশব্দে কাঁদে প্রিয় ভাইটির জন্য। আর বাবা সঞ্জয়ের রেখে যাওয়া সমান্য স্মৃতি নিয়ে বেঁচে আছেন।বার বার ভুলে যেতে চান সঞ্জয় নেই।

সঞ্জয় একটি অসাম্প্রদায়িক, সন্ত্রাসমুক্ত, শোষণহীন সমাজ চেয়েছিল। চেয়েছিল তার প্রিয় ক্যাম্পাসে যেন না থাকে কোন দখলদারিত্বের রাজনীতি। কিন্তু শিবিরের ঘাতকরা ভয় পেয়ে সঞ্জয় হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে সঞ্জয়ের আত্মদানে ঐক্যবদ্ধ হয়ে ১৪ হাজার ছাত্র-ছাত্রী মুক্ত করেছিল একযুগের অবরুদ্ধ ক্যাম্পাসকে।

২২শে আগস্ট, শহীদ সঞ্জয় তলাপাত্র দিবস। লাল সালাম কমরেড সঞ্জয়।




আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. সুরাইয়া খাতুন২২/৮/২২, ৩:০১ PM

    এটা জেনে খুব দু:খ পেলাম যে 'সঞ্জয় হত্যার কোনো বিচার হয়নি।' ছি! ছি! বিচারহীনতার এই অপসংস্কৃতি আর কতদিন? খুব বেদনা পাইলাম।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।