ঐ বাবা তোমাকে ছাড়া আমি থাকতে পারিনা
তোমাকে ছাড়া আমার ভাল্লাগেনা
তুমি জানোনা
তোমাকে ছাড়া আমি খেতে পারিনা
অহর্নিশ্ন তোমার চিন্তায়
আমার ঘুম হয়না
মাজ রাতে -মাঝ পথে ঘুম ভেঙ্গে যায় আমার
আমার চোখে জল,
জল আসে,ভিজে ভিজে যায় হৃদয় আমার
খুব সকালে ইচ্ছে হয়
হাটি তোমার হাতটি ধরে
তোমার হাতে,বুকে,শরিরে
লেগে থাকে আমার অস্তিত্ব।
মধ্যদুপুরে শুকুনের চাহনি
আমায় ভীত করে
শরিরে কাটা দিয়ে উঠে
আমাবস্যার অন্ধকারে ভীত হই নিয়ত প্রতিনিয়ত।
আরো পড়ুন -->>
5 মন্তব্যসমূহ
মর্মদায়ী কবিতা। কবিকে মনের অতলান্ত গভির থেকে আন্তরিক মনোবেদনা ও করুণরসের স্পর্শ জানাই। তিনি সুখি হউন, এই প্রত্যাশা করি। এরকম একটি মহাআদরনীয় কবিতা পাঠের সুযোগ দেয়ার জন্য সুযোগ্য সম্পাদককে ধন্যবাদ।
উত্তরমুছুনএসব বালের কবিতা কে লিখেছে
উত্তরমুছুনভাই এসব মালের কবিতা৷ আপনি বুঝবেননা৷ চুপ থাকেন
মুছুনচান্দু মিয়া তোমরা কবিতা বোঝনা, কমেন্ট করতে আইছো কেন? এইটা বালেরও না মালেরও না, কালের কবিতা। বোঝেনা আবার কবিতা পড়ে, হু!
মুছুনসম্পাদক নয়ন সরখেল
উত্তরমুছুনতোমাকে আর কত বলবো ভাল হয়ে যাও? তুমি কি কোনদিন ভাল হবা না?
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।