সূর্য কিরণ দিবে আগের মতো /
থাকবেনা শুধু -
শরতে ধরাতল হতে থাকবে ঝলমল/
থাকবেনা শুধু-
জোনাকিরা আলো দিয়ে অবিরাম /
থাকবেনা শুধু- সমঝদাররা রস আস্বাদন করে যাবে এ কবিতার /
থাকবেনা শুধু-
জ্যোস্নায় প্লাবিত হবে মাঠ-ঘাট- প্রান্তর/ থাকবেনা শুধু-
মাছরাঙা প্রিয় পুটির অপেক্ষায় থাকবে ধ্যানী/থাকবেনা শুধু-
সন্ধ্যায় পাড়ার মোড়ের থিয়েটার কল্লোলিত হবে রমণীলাস্যে /
থাকবেনা শুধু -
ফুটতে থাকবে পুস্প মল্লিকাবনে /
থাকবেনা শুধু-/
রিমঝিম বরষায় আমোদিত হবে বৃষ্টিপ্রিয়রা /
থাকবেনা শুধু-/মোনালিসার চাহনি কেড়ে নেবে কত দৃষ্টি /
থাকবেনা শুধু-/ বসন্তগীত গাইবে কত যে কবি/
থাকবেনা শুধু-
গল্পে মেতে ওঠবে কত যুগল ভরা পূর্ণিমায়/ থাকবেনা শুধু-
পদ্মা - মেঘনা -যমুনা বইবে নিরবধি /
থাকবেনা শুধু
সন্ত কবির নিরুত্তাপ উপস্থিতি।।
আরো পড়ুন -->>
2 মন্তব্যসমূহ
এই লাইনটা সুগভির লাগলো। মনে হল যেন আমার হৃদয়ের অন্তস্তলের কথা বলছে।#### জ্যোস্নায় প্লাবিত হবে মাঠ-ঘাট- প্রান্তর/ থাকবেনা শুধু-
উত্তরমুছুনমাছরাঙা প্রিয় পুটির অপেক্ষায় থাকবে ধ্যানী/####
কী গভির ভাবনা। কবির চিন্তাশক্তির কি ধার। অবাক হয়ে যাই। কবি ও সম্পাদকের সম্মান আরও বৃদ্ধি পাক এই দোয়া করি।
নয়ন তুই কি ভাল হবি না কোনদিন?
উত্তরমুছুনঅনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।