হাসান পলাশের কবিতা ‘অভিমানের কুয়াশা’

কথার কপাটে তালা লেগেছে
লাল নীলাভ ঘোমটায় ঢেগেছে ভালোবাসা

ভালোবাসার হাড্ডিসার সড়কে আমি
বিলাস বহুল অনুরাগের
ঘোমটা বিয়োগে খোল তোমার কুয়াশার চাদরে
বদ্ধ কপাটের লকে রেখে তোমার কোমল হাত
ভালোবাসার নব মোড়কের উন্মেচনের আকৃতি
অভিমানের বিদায় সংবর্ধনার ঘন্টা বাজছে আজ
তোমার প্রধান আখিরে উঠবে ভালোবাসার  স্বপ্নীল পর্দা
পরিতৃপ্ত অনুরাগের জোছনায় করি গোসল
অভিমানের অনশনের দাও বিরতি পুরালি পরনে।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ