আমি তোমার স্বপ্ন হতে চাই
দুর আকাশের মেঘের আরালে
তোমার সাথে ভাসতে চাই
দিগন্তের ওপারে
আমার হৃদয় বলে,আমাকে সুধায়
এ জগৎ সংসারে আমি তোমারি।
দুর আকাশের মেঘের আরালে
তোমার সাথে ভাসতে চাই
দিগন্তের ওপারে
আমার হৃদয় বলে,আমাকে সুধায়
এ জগৎ সংসারে আমি তোমারি।
কুশল-রঙের জ্যোৎস্নার আবহে জন্মান্তরিত হবো আমি, হবো জ্যোতিষ্ক-নাগরিক। ‘জন্মান্তরিত হব…
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।