অনুশীলন একটি অবাণিজ্যিক, অলাভজনক সাহিত্যপত্র৷ ২০১২ সালে সাম্য রাইয়ানের উৎসাহ ও অনুপ্রেরণায় ইশকুল পাঠক ফোরাম-কুড়িগ্রাম এর মুখপত্র হিসেবে ভাঁজপত্ররূপে এর আত্মপ্রকাশ ঘটে৷ সময়ের বিবর্তনে এর কলেবর ক্রমে সামান্য বৃদ্ধি ঘটে, পরিসর বৃদ্ধি পায়, আর আজ অনলাইনেও…
অনুশীলন প্রধানত নতুন লিখিয়েদের পত্রিকা৷ যারা লিখতে শুরু করেছেন কেবল, কোথায় লেখা পাঠাবেন, কাকে পাঠাবেন, কীভাবে পাঠাবেন, এসব নিয়ে ভেবে হয়রান, তাদের বলছি— আপনার লেখাটি প্রকাশ করতেই অনুশীলন প্রকাশিত হয়৷ আপনি নির্দ্বিধায় আপনার লেখা কবিতা, গল্প, প্রবন্ধ আমাদের ইমেইলে পাঠিয়ে দিন৷ আমাদের ইমেল ঠিকানা: anushilanmag@gmail.com
আমরা শুধু নবীন লেখকের লেখাই প্রকাশ করে তা অবশ্য নয়৷ মাঝেমধ্যে প্রবীন কিংবা অপরাপর সকলের লেখাই প্রকাশ করবো যথাযোগ্য মর্যাদায়৷ সকলেই লেখা পাঠাতে পারেন আমাদের৷ আমরা আছি আপনার পাশে আপনার চর্চাভূমি হয়ে৷
কাগজে ছাপার কালে আপনাদের যেরকম সাথে পেয়েছি, অনলাইনের এ যাত্রায়ও আপনাদের পাশে পাবো, এমনটাই আশা করি৷ আপনাদের সুস্বাস্থ্য কামনা করি৷
আরো পড়ুন -->>
2 মন্তব্যসমূহ
শুভকাম...
উত্তরমুছুনস্বাগতম, কুড়িগ্রামে আর একটি পত্রিকা অনলাইনে আসল, এটা দেখে ভাল লাগছে৷ এগিয়ে চলেন নয়নদা, আমরা আছি তোমার পাশে
উত্তরমুছুনঅনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।