এ এক পরশ পাথরের জীবন
আনন্দ কিংবা দুঃখ কোনটাই জীবনকে মোক্ষলাভের পথে নেয় না।
ক্ষুদ্র কীটের ন্যায় পদদলিত মৃত্যু কিংবা
ঘাসফুলের ন্যায় জেগে ওঠা এখন শুধুই ছলনা...
অবাক হয়ে যাই বিবেক আর দারিদ্রতার কাছে,
যেখানে মানবের মুক্তি হয় হিংস্রতার কাছে,
স্বেচ্ছায় মৃত্যু অপরাধ!!!????
অপরাধ তো আমার বেঁচে থাকার অধিকারটাকে হত্যা করা...
হত্যা হচ্ছি আজ ধীরেধীরে,
বিবেকহীন হয়ে,
অখাদ্যকে খাদ্য করে,
অনিরাপদ সমাজ পেয়ে,
অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে,
প্রকৃতিকে ধ্বংস করে....
মনের আকুলতা তখন বেদনায় কালো হয়ে যায়,
অথবা তপ্ত দিনের বিপরীতে আদ্রতার সুখ খুঁজে পায়..
মৌলিক আমি, সেই ধীর অবস্থার দিকে জ্ঞানশূন্য হয়ে তাকিয়ে থাকি...
আমার পাশে থাকা হাজারো মানব আমায় অদৃশ্য বস্তু ভেবে এরিয়ে চলে যায়।
আমার বিসর্জনে সেদিন কারো অশ্রুপাত দেখি নি...
কেউ উল্লাস করছিলো বরং..
শুধু এই বৃক্ষ আমায় পরম যত্নে ধরে রাখতে চেয়েছিল সেদিনি..
তবুও
আমি ছুটে যাই আমার নির্দিষ্ট গন্তব্যে...
এখানে আমি প্রতারক, আমিই প্রতারিত
আমি শুভ,আমিই অশুভ
আমি জীবন আবার আমিই আজ মৃত্যু
আমি চেতনা কিন্তু আমিই সেই বিমূর্ত...
আমার আমিকে আজও আবিষ্কার করার
ক্ষমতাটুকু রইলো না...
আরো পড়ুন -->>
2 মন্তব্যসমূহ
এই অংশটি সত্যিই অসাধারণ! একেবারে হৃদয়ের গভীর প্রদেশ স্পর্শ করল।
উত্তরমুছুনএই অংশটি সত্যিই অসাধারণ! একেবারে হৃদয়ের গভীর প্রদেশ স্পর্শ করল।
উত্তরমুছুন"এখানে আমি প্রতারক, আমিই প্রতারিত
আমি শুভ,আমিই অশুভ
আমি জীবন আবার আমিই আজ মৃত্যু
আমি চেতনা কিন্তু আমিই সেই বিমূর্ত..."
কবিকে ধন্যবাদ । কবির কাছ থেকে এমন হৃদয়গ্রাহী পঙক্তিমালাই আমরা আশা করি।
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।