মাহমুদ আল হেলাল উজ্জামানের কবিতা ‘সারা বিশ্ব তাকিয়ে আছে জানালায়’


অলসদুপুরে আলসেভাঙ্গা
মানুষগুলো গা এলিয়ে দিচ্ছে না বিছানায়! 

সদ্য বখে যাওয়া মেয়েটা
        পাড়ার বখাটে ছেলেটা
মিলিত হওয়ার কোন অজুহাত খু্ঁজছে না! 

প্রতিদিন মুয়াজ্জিন'র আহবান 
ভ্রক্ষেপ করা মানুষটা
মসজিদে যেতে চাইছে বার-বার 
দুয়ার বন্ধ কাবা'র! 

ঘন্টার পর ঘন্টা প্রচার'ও
'টক অব দ্যা টাউন' হচ্ছে না নতুন কোন খবর ;
ম্লান হয়ে গেছে উৎসব, মহোৎসব 
জন্ম হচ্ছে না জে'নো, মৃত্যুও থেমে গেছে স্বাভাবিক 
খেয়ে আছে, না খেয়ে কেউ ত্রাণ'র অপেক্ষায়! 

সারা বিশ্ব তাকিয়ে আছে জানালায় নিস্পলক
সবাই -দূরে কেউ বা উর্ধ্বাকাশ পাণে 

খুউব খারাপ কি কিছু -আগামী সকাল! 
বেঁচে ফিরবে কি -মৃত্যুভয়, কেটে যাবে অতিভয়! 
সৎকারহীন মৃত্যুর মিছিল কত দীর্ঘ! 
মানবহীন পৃথিবীতে কি লাভ কার! 
নিশ্চয়'ই রহমত বর্ষিত হ'বে পৃথিবী স্রষ্টার।। 

১০-০৪-২০২০
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ