ফেসবুক গ্রুপ ‘চারু : charu’ আয়োজন করেছে অনলাইন প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় কবিতা বিভাগে অনুশীলন থাকছে চারুর পাশে৷ সকল অংশগ্রহণকারীর কবিতা অনুশীলনে প্রকাশ করা হবে৷ আমরা অনুশীলনের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা জানাই, চারু গ্রুপের সফলতা কামনা করি৷
#charu_contest
১০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০
কবিতা, আলোকচিত্র ও সংগীত প্রতিযোগিতা
১০ থেকে ১৬ তারিখ — কবিতা প্রতিযোগিতা
১৭ থেকে ২৩ তারিখ — আলোকচিত্র প্রতিযোগিতা
২৪ থেকে ৩০ তারিখ — সংগীত প্রতিযোগীতা
প্রতিটি আয়োজন সকলের জন্য উন্মুক্ত৷ প্রতিযোগিতার নিয়মাবলী দেখে অংশগ্রহণ করুন৷ পুরস্কারের ব্যবস্থা রয়েছে৷
- কবিতা প্রতিযোগিতার নিয়মাবলী:
১৷ ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত গ্রুপে কবিতা পোস্ট করা যাবে৷
২৷ একজন ব্যক্তি কবিতা বিভাগের প্রতিযোগীতায় একটিই পোস্ট দিতে পারবেন৷ সেই পোস্টে ২ থেকে ৫টি কবিতা থাকতে পারে৷
৩৷ অন্যের কবিতা কিংবা কবিতার অংশ কপি পেস্ট করলে প্রতিযোগিতা থেকে বাতিল ঘোষিত হবেন৷ এবং চারু গ্রুপ থেকে ব্যান করা হবে৷
৪৷ প্রতিযোগীকে অবশ্যই নিজের কবিতা নিজের আইডি থেকে পোস্ট করতে হবে৷ পোস্টে অন্য কোনো লিংক যুক্ত করা যাবে না৷
৫৷ প্রতিযোগিকে অবশ্যই বাঙলাদেশে অবস্থান করতে হবে এবং চারু গ্রুপের সদস্য হতে হবে৷
৬৷ প্রতিযোগিতার ফলাফল অক্টোবরের ১০ তারিখ গ্রুপে ঘোষণা করা হবে৷
৭৷ প্রতি বিভাগে তিন জন বিজয়ী হবেন৷ এবং প্রত্যেককে কুরিয়ারে পুরস্কার হিসেবে বই পাঠানো হবে৷ তাই বিজয়ীর নাম ঘোষণার পর বিজয়ীর সাথে অ্যাডমিন প্যানেল থেকে ইনবক্সে যোগাযোগ করা হবে৷
৮৷ সকল অংশগ্রহণকারীর কবিতা অনলাইন সাহিত্য পত্রিকা অনুশীলনে প্রকাশিত হবে৷
৯৷ প্রতিযোগিতায় অংশগ্রহণের লিংক: https://www.facebook.com/groups/461822967797212/?ref=share
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।