অন্তর আহমেদের কবিতা

এইতো জীবন


 গত রাইতেই মেলা ভাঙছে, বৈশাখী মেলা 
সেদিন আছিলো বৈশাখ মাসের ৪ তারিখ
     দুপুর গড়াইয়া  হইতেই বিকেল , 
      আকাশের উত্তর-পশ্চিম কোনায়
        শুরু হয়ে গেলো মেঘেদের খেল ।

কালা কালা মেঘ ; ভয়ানক রুপের আকাশ 
     ঘুটঘুইট্টা আন্ধার হইয়া সন্ধ্যে নামে, 
    রাত একটু বাড়তেই শম-শম শব্দে
             বাতাস বাড়ে -
              বাড়ে তার  দানবীয় গতি, 
           বোঝা গেলোনা তার মতি ! 
         খরের গাদা , ঘরের চালা, গাছের মাথা,
     কই যে উড়াইয়া নিল ?  চারদিক লন্ডভন্ড
              সব যেনো খন্ড বিখন্ড । 

          তারপর ধীরে ধীরে কমলো সে ঝড় -
                        সময় তখন ফজর, 
                 মসজিদে মুয়াজি্জনের ডাক ;
            "আল্লাহু আকবার আল্লাহু আকবার "
                  তারপর এক নতুন সুর্যোদয় ;  
                      পৃথিবী আলোময় - ঝলমলে
                চকচকে আকাশ, নির্মল বাতাস
         বেঁচে থাকার তাগিদে বাঁধি নয়া ঘর আবার
                এইতো জীবন,  এই -ই- জীবন ।

পাপ


  জানি তোমার দু'ঠোঁটে এখন আর
আমার নিকোটিনে পোড়া ঠোঁটের ছোঁয়া মিশে নেই,
কারো ঠোঁটের আদরে সব মুছে ফেলেছো  ;
কপালে চুমুর আদর ডেকেছো লাল টিঁপে ।

ধুয়ে মুছে ছাফ করেছো সব স্মৃতি,  
        তোমার শরীরে-
আঁকা আমার যত ভালবাসার ছাপ  ;
           হয়তো ভেবে  পাপ  ! 
করেছো শুদ্ধ স্নান পতি পরমেশ্বরের নব প্রেমে.....

অথচ সেসব কোন পাপ ছিল না
ছিল এক অগাধ ভালবাসার চিহ্ন
এক পবিত্র হৃদয়ের আঁকুতি-
যা কিনা তুমি পাপ ভেবে ধুয়ে মুছে দিলে ।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ