শ্রাবণ প্রভাত | মিষ্টি রায়


আজ শ্রাবণের নীল আকাশের কালো মেঘের ছায়া,
সেই থেকে শুরু হলো দমকা দমকা হাওয়া৷
থেকে থেকে মেঘ ডাকছে, জ্বলছে বিজলী আলো,
চারদিকটা ঘনিয়ে গেল অন্ধকারে কালো৷
সেই খুশিতে চাতকেরই লাগলো মনে দোলা
ব্যাঙের রাজা শুরু করলো তার প্রিয় খেলা৷
মেঘকণ্যা বলছে সুধায়, কে ধরবে তাল?
যে তালেতে শিহরিত হবে প্রকৃতি মাতাল৷
সেই সাথে ফুলের রাণী বললো হেসে হেসে
আমরা থাকতে চিন্তা কেন আছি তোমার পাশে৷
তারই ডাকে নেমে এলো হাজার ফুলের মেলা
এই মেলাতে চলছে সেই শ্রাবণের খেলা৷
আনন্দেতে আত্মহারা হাজার প্রজাপতি
ঝড়ের বেগে ছুটছে তারা, করছে মাতামাতি৷
এখন আমিও গেলাম তাদের সঙ্গ দিতে
সবাই মিলে করলাম খেলা এই শ্রাবণ প্রভাতে৷
হঠাৎ করে পা ফসকে পড়ে গেলাম কাদায়
মা এসে বলছে, খুকি- তুই যে বিছানায়!
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ