বাংলাদেশ | মোছাঃ হাসি খাতুন


মনের একটি বড় আশা
যার নাম বাংলাভাষা৷
দেশের জন্য মহাযুদ্ধ
তার নাম মুক্তিযুদ্ধ৷
দেশের জন্য মহান চাওয়া
যার নাম স্বাধীনতা পাওয়া৷
সবার মুখে বাংলার ডাক
আমরা পেয়েছি বিজয়ের হাঁক৷
আকাশে ওড়ে পতাকা
মনে ভাসে স্বাধীনতার ছবিটা৷
দেশকে স্বাধীন করেছে যাঁরা
তাদের জন্য গর্বিত মোরা
জীবনের চেয়ে বেশি দামি
সে যে আমার বাংলার ভূমি৷
শেখ মুজিবের স্বপ্নে গড়া
সোনার বাংলা গড়বো মোরা৷
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ