ইচ্ছা | মোছাঃ মাহমুদা আক্তার


এই শীতল ছায়ার বঙ্গভূমিতে
যদি মানুষ নয়, পাখি হয়ে আসতাম
তাহলে নীল আকাশের বুকে উড়ে বেড়াতাম
যদি ভ্রমর হয়ে আসতাম
তাহলে, ফুলে পরাগায়ন ঘটিয়ে ফুলের জন্ম দিতাম৷
যদি ফুল হয়ে গাছে ফুটতাম
তাহলে সকলের মনে ভালোবাসা জাগিয়ে যেতাম
যদি শস্য হয়ে আসতাম
তাহলে সকল অসহায়কে শস্য দিয়ে যেতাম৷
যদি বৃক্ষ হয়ে আসতাম
তাহলে আমার শীতল ছায়ায় পথিকদের জিরুতাম
দুঃখ আমার, হয়নি সে ইচ্ছা পূরণ
তবে ধন্য আমি
দেখেছি এই মাতৃভূবন৷
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ