কোথায় মুক্তি | নাদিয়া খাতুন


হাঁটতে শিখেছি হামাগুড়ি দেয়ার পর
দৌঁড়াতে শিখেছি হাঁটার পর
কিন্তু দৌঁড়াবো কীভাবে? 
পা দু'টো শিকলে বাঁধা
হাত দু'টোতে কারা,
বুকে আমার শেল বাঁধানো
নিঃশ্বাসে বিষ ভরা৷
কিন্তু চলবো কীভাবে?
৫২তে পেয়েছি ভাষা, ৫৬তে ছয়
৬৯ এ ছাড়িনিকো, ৭১ এ জয়৷
কিন্তু মুক্তি কোথায়?
মুক্তি যেন রাজাকারের
দেশটা তাদের থলে
স্বাধীনতাকে পায়ে দলে
মুক্তির কথা বলে৷
কিন্তু শেষ কোথায়???
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ