অতীত স্মৃতি | রাবেয়া আক্তার


হারিয়ে যাওয়া সেই দগ্ধ সবুজ মাঠখানি
আজো অনুভবে দিচ্ছে আমায় হাতছানি
আমি চলে যেতে চাই, ফিরে পেতে চাই,
যে দিনগুলো লেখা হয়েছে স্মৃতির পাতায়
বার বার পেছনে তাকাই, তবুও বাধা পরে যাই
কিছু নীতি আর সময়ের সীমানায়
হয়তো বা কৃষ্ণচূড়ার সেই লাল ফুলটি
আজো পড়ে আছে পাশে
আর ভাবছে কখন তুলবে? এখনো
পড়ে আছি তোমার আশে
কাটিয়েছি দশটি বছর পেয়েছি হাজারো বর
তাদের এই বর সাথে নিয়ে যেন
পাড়ি দিতে পারি বাকি জীবন ভর৷
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ