আজও খোকার অপেক্ষায় মা
তার খোকা যে যুদ্ধে গেছে
আনতে স্বাধীনতা৷
স্বাধীনতা এনে দেবে সে
বাংলার ঘরে ঘরে,
বাংলার মুক্তির জন্য যুদ্ধে গেছে সে
যাবার বেলা বলেছিলো
কাঁদিস না আর মা
এনে দেব তোর হাতে আমি স্বাধীনতা৷
আজও সেই খোকার অপেক্ষায় মা!
সবাই যে ফিরে এলো
কেন খোকা তুই এলি না?
খোকা, খোকা ফিরে আয়
ফিরে আয়
আমি আজও আছি তোর অপেক্ষায়৷
আরো পড়ুন -->>
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।