বাংলাদেশে জন্ম আমার
বাংলা আমার ভাষা,
মায়ের ভাষায় কথা বলি
বাংলা মাতৃভাষা৷
শ্রেষ্ঠ ভাষা মাতৃভাষা
খোদার সেরা দান,
এরই মাঝে লুকিয়ে আছে
জাতির সম্মান৷
ঐ ভাষাকে রক্ষা করতে
দিলো জীবন যারা
জাতির কাছে সারাজীবন
অমর থাকবে তারা৷
কুশল-রঙের জ্যোৎস্নার আবহে জন্মান্তরিত হবো আমি, হবো জ্যোতিষ্ক-নাগরিক। ‘জন্মান্তরিত হব…
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।