মা যে আমার বড় আপন
আঁধার ঘরের আলো৷
মাকে ছাড়া সারাদিনরাত
কেমনে থাকি বলো!
ছোট প্রাণ ছোট আশা
এই বুকেতে বাঁধি
শতকথা জমিয়ে মনে
পথ চেয়ে থাকি৷
ক্লান্ত শরীর শ্রান্ত মন
নিয়ে ফিরি ঘরে
তবুও যে হাসিমাখা মুখে
দেখি চুপটি করে৷
মা যে আমাপ বড় আপন
মন করে আনচান
মায়ের মুখের হাসি দেখে
জুড়ায় যে মোর প্রাণ৷
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।