পহেলা বৈশাখ | মোছাঃ জেরিন আক্তার


আইলরে পহেলার দিন
নাচে গানে সবাই তা-ধিন-ধিন
খুশিতে মন নাচিতে লাগিল
সেদিনের কখা মনে হইল
কাল বৈশাখের শেষে
পহেলা বৈশাখ আসে
পান্তা ইলিশ খাই সকলে
আনন্দ উৎসব করি সবে মিলে
এই প্রার্থনা করি আমি
তাই তো খুশি রই জানি
সঠিক খুশির মানে
কে বা জানে,
মনের মধ্যে কি যে আশা
খুঁজে পাইনা সুখের ভাষা
দুই মাস জৈষ্ঠ্য ও বৈশাখ
মিলে হয় পহেলা বৈশাখ৷
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ