গাছপালা ফুল ফল
নদী ভরা কত জল
পাখিরা গাইছে গান
ভরে ওঠে মন প্রাণ৷
মাছেরা সাঁতার কাটে
গরু চরে মাঠে মাঠে৷
সূর্যটা উজ্জ্বল
আকাশটা ঝলমল
কত রূপ কত বেশ
আমাদের এই বাংলাদেশ৷
আরো পড়ুন -->>
কুশল-রঙের জ্যোৎস্নার আবহে জন্মান্তরিত হবো আমি, হবো জ্যোতিষ্ক-নাগরিক। ‘জন্মান্তরিত হব…
0 মন্তব্যসমূহ
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।