সাজঘরে ক্রীতদাস | মাহমুদ আল হেলাল উজ্জামান


আজ বহুদিন পরে তুমি এলে

চোখে চোখ পড়তেই সাদা চোখে একটু হাসলে,

স্মৃতি থেকে নিঃসরিত হলো যাতনাময় অতীত,

হারানো অবেলা, কটাক্ষের নীল বিষ

উবে গেল নীলিমায় মুক্তোর ঝলকানিতে৷


একটা প্রাণখোলা হাসি— নিস্তব্ধ তরঙ্গে

রিনিঝিনি সুরে প্রকম্পিত করল নিজস্ব ভুবন

তাবৎ গানের পাখি আমাকে আবিষ্ট করে

গীতবাণী ঠোঁটে উদ্গীরণের অপেক্ষায়।

হাঙ্গরেরা নিয়েছে বিদায়,

ছোট বড় ঢেউ ভেঙে

রূপোলী রঙিন মাছ দল বেঁধে আসছে

বাসর সাজাবে বলে, তোমায় দেখে

লজ্জাবতী পাতার বুকে লুকিয়েছে

কাননের সব ফুল।


নিজেকে বিকিয়ে

মহাপুরুষ নয়— ক্রীতদাস হতে চাই আমি।

নেবে না কিনে—

ফুল নয় শুধু হাসি দিয়ে?


নাওয়া, খাওয়া সব ভুলে যাব

তোমাকে পাবার নেশায়।

মেহেদীর রং বুকে

রক্তপদ্ম হয়ে ফুটব

তোমার সাজঘরে—

সাজবে না তুমি— সাজাবে না আমায়

তোমার হৃদয় দিয়ে?


২৬.০৮.১৯৯৭

২৬.০৮.১৯৯৭


আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ