বদলায়নি দুপুর দুইটা
প্রতিনিয়ত বদলায় কতোকিছুই
বদলেছে শহর, তল্লাটে
বদলেছে প্রেমিকার যৌবন
অথবা ফুতপাতে শুয়ে থাকা ভারসাম্যহীন
কোনো এক মায়ের শরীর!
রক্তের রঙ বদলায় মাসের শেষে।
প্রতিনিয়ত বদলায় কতোকিছুই
বদলেছে কিছু প্রাণীর সঙ্গমের অনুশীলন
শুধু বদলায় নি মনশ্রীর অনুশীলন।
কতোকিছুই বদলায় ক্ষণের আকর্ষণে
বদলায় নি প্রেমিকার চুমুর স্বাদ
বদলায় নি অসহ্য ব্যাথায় দহন।
প্রতিনিয়ত বদলায় কতোকিছুই বদলায়
বদলায় লাউ চিংড়ি অথবা ধনেপাতার স্বাদ
নিয়মের বদলেছে অনিয়মের অভিযোগ।
নদীও কোল বদলিয়েছে মা'য়ের তীব্র শাসনে।
বদলায় অমানিশির শেষে রাতের চান এর গাও
বদলের বদলে কতো কিছুই বদলায়
বদলায় না বদলায়নি শুধুই মনশ্রী'র
রঙ।
দুই আগষ্ট দুই হাজার বিশ
মিথ্যে বলা ছেড়ে দিয়েছি অনেক বছর
বিশ্বাস করুন জাঁহাপনা
শুধু একটি মিথ্যেকে
আবডাল করে এসেছি
অনেক বছর, ধরুন বছর পনেরো।
একটি মিথ্যে আমায় বাঁচতে শেখায়,
ভালোবাসতে শেখায়, হাসতে শেখায়
তবে কী পাঞ্জেরী?
—আমি মিথ্যুক?
আমি মিথ্যে বলতে চাই নি জাঁহাপনা
প্রিয়তমার আলতো মন
আমায় মিথ্যুক বানিয়েছে
—মিথ্যে বলছি না বিশ্বাস করুন জাঁহাপনা৷
অথচ প্রিয়তমা জানেনা একটি মিথ্যে
শুধু আমায় নয়
বাঁচায় কয়েকটি প্রাণ
এই দেখো আবারও মিথ্যে বলছি;
আসলে কি তাই?
না মিথ্যে বলি না অনেক বছর
ধরুন বছর পনেরো।
তবে কী?
প্রিয়তমাকে বলা একটি মিথ্যার মৃত্যু অথবা
মুক্তি মিলবে না পাঞ্জেরী?
আরো পড়ুন -->>
4 মন্তব্যসমূহ
সুন্দর কবিতা। ভাল লাগল কবি। সরলভাবে বলা এমন কবিতা এখন আর দেখাই যায় না। আপনার কবিতায় সেই স্বাদ পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনশুভেচ্ছা ও শ্রদ্ধা অফুরন্ত
মুছুনআমার মনের কথা বলেছেন। খুব সুন্দর কথা। বিশেষ করে এই যে বললেন "প্রিয়তমাকে বলা একটি মিথ্যার মৃত্যু" এটা তো অসাধারণ লাগল। গভীর ভাবনা।
উত্তরমুছুন
মুছুনপ্রিয়তমা'কে বলা একটি মিথ্যার মৃত্যু অথবা মুক্তি চেয়ে এসছে অনেকটা বছর।
অসংখ্য ধন্যবাদ অ লেখা পাঠ করে সুন্দর মন্তব্য করায়।
অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।