এ বি সিদ্দিকের কবিতা 'প্যারাসিটামল’

সব রোগের একটাই ওষুধ 

প্যারাসিটামল বড়ি,

কিছু অপরাধের একটাই ক্ষমা

বললে শুধু স'রি।

অপরাধ তো বেশি আমরাই করি-

কিন্তু, দোষ দেই শুধু নারীর।

সারাদিন যত অপকর্ম করে

রাতে নেই নাম আল্লাহ-হরির।

বীরপুরুষ তুমি যতই হও ক্ষমতাধর

মালিক গাড়ি রাজবাড়ির,

আবার সেই বাড়িতেই রাজত্ব করে

হোম মিনিষ্টার শাষনকর্তা নারী।

আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ