বালের কবি তুমি – মাইদুল ইসলাম মুক্তা

কীসের বালের কবি তুমি !
তোমার কলম যুদ্ধবাজদের বিরুদ্ধে লেখে না
তোমার কলম সত্য-মিথ্যা ন্যায়-অন্যায় দেখে না ৷
তোমার কলম অস্ত্র ব্যবসায়ীদের আস্তানা খুঁজে পায় না
তোমার কলম শ্রীলঙ্কা-আফ্রিকার না খাওয়া মানুষের কাছে যায় না
শুধু ফুল-প্রকৃতির প্রেম তোমার কলমে শোভা পায় না
তোমার এই নিরামিষ কবিতা বিবেকবান মানুষেরা চায় না !

কীসের বালের কবি তুমি !
তোমার কথার ছন্দ আমার আমিতে অহংকারে ভয়ে মানুষ কথা বলে না
তোমাকে মানুষ ভালো ভেবে ভালোবেসে তোমার সাথে কেউ পথ চলে না ৷
তোমার কালিতে দুর্নীতিবাজরা বহাল তবিয়তে আছে
তোমার কালিতে ঘুষখোররা আরো আখড়া গড়ে ঘুষের কলম গাছে ৷
তোমার কালিতে কৃষকের ন্যায্য দামের কথা কোনোক্রমেই উঠে আসে না
অকেজো কবিকে নারী মা-ভগ্নি কেউ অন্তর থেকে ভালোবাসে না ৷

কীসের বালের কবি তুমি !
নারী বিরহ প্রেম আবোল-তাবোল লেখো
ধর্ষিতা নারী এসিড ঝলসানো নারীর মুখ কী তুমি দেখো !
মিছে নারীর প্রেমে ডুবে কলমের ধার বাড়াতে চাও
মিছে দেশ প্রেমে ডুবে দেশদরদী গরীবের বন্ধু গান গাও ৷
নিজের স্বার্থ ভেতরে ভেতরে অমরত্বের তৃষ্ণা ছাড়া তোমার কলমে আর কী আছে
মানুষের মঙ্গল ছাড়া মানুষের বিপদে পাশে দাঁড়ানো ছাড়া
কোন মানুষ ভবে বাঁচে ৷

কীসের বালের কবি তুমি !
দেশদরদী দশটা গান লিখলে জোছনা বৃষ্টিকে ভালোবাসলে ভাবছো অমরত্ব পেলে
ভেতরে ভেতরে মানবিক সংসার ধর্ম ন্যায়-অন্যায়ের অনৈতিক প্রেমে বিবেকের মাথা খেলে !
আবেগের প্রশ্রয়ে সুন্দরী দেখলেই তার প্রেমে গলে পুড়ে ছাঁই হয়ে গেলে !
অতীত ভুলে বর্তমানের প্রেমে দেহে শিরা উপশিরায় হাবু-ডুবু খেলে ৷
নিজের কলমের ধার বাড়াতে বিদেশি বইয়ের বাংলা অনুবাদ করে শিশু-কিশোরদের পরদেশি সংস্কৃতিতে মাতালে
তুমি নাস্তিক ভাবতেই স্বাচ্ছন্দবোধ করো ক্ষণিকের কামুক মোহে ভক্তের নামে অনৈতিক কামুক প্রেমে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়ালে ৷
শিয়াল পণ্ডিতের চশমার উপরের ফাঁকে ভক্তপ্রেমে নয় চোখের নেশার মায়ায় পোড়ালে
সেল্ফির নামে ঢলাঢলি গলাগলি সাময়িক সুখের কামনায় নিজেকে ডোবালে ৷

কীসের বালের কবি তুমি !
তোমার দ্বারা সমাজ উপকৃত হয় না
তোমার কথা কখনোই তো মাঠে-ঘাটে সংসদে কেউ কয় না ৷
তুমি আগামীর জয় ও গানে নিজেকে কীভাবে বাঁচাবে নিজেকে দোষমুক্ত রাখবে
সময়ের স্রোতে স্রোতের অনুকূলে গড্ডালিকায় গা ভাসালে অমরত্ব কোথায় থাকবে !
সারাজীবন লেখো আজাইরা সময় নষ্ট করতে করতে পুণশ্চ কথাগুলো ভাববে ৷


(লেখকের ফেসবুক আইডি লিংক৷)

আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. মনোয়ার জাহান১৬/৮/২২, ৯:৩৪ AM

    এই বালের কবির বালের কবিতা পড়িয়া বড়ই গর্ভিত হইলাম। জীবন ধইন্য হইল।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।