তোমার বসন্তের ভনে


আকরাম হোসেন।। 

ময়ূর নৃত্যে বসন্তের কোলাহল 
শিমুল,পলাশ পুষ্পে ভরা পাখির দল, 
রঙ্গের খেলায় তাল মেলাতে 
ময়ূর নৃত্যে উন্মাদ কালবেলাতে।
রক্তজবার অঞ্জলি দিতে করি বার্নিশ 
খোঁপায় ফুলের বাহার  বসন্ত অহর্নিশ, 
তুমি আছ ডালের চুরিঙ্গা সেজে বনে
আমি আছি তোমার বসন্তের ভনে।
উন্মাদ ময়ূর নৃত্যে পলাশ বনে বুনোশুয়োর
কোতোয়াল উন্মাদ ময়ূর নৃত্যে রাতভোর,
বিন বাজে পলাশ বনে,হরিণ শৃঙ্গে,মায়াবী তাণে
মৌয়েরা মত্ত বিষাক্ত শত্রুর বিরুদ্ধে বাণে।
পলাশ বনে নাগিনী বীণের যোদ্ধা,
পুষ্পবল্লম লড়াই, সমুর্খ সাহসী সৈনিক বোদ্ধা।।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. যা তা লিখে দিলেই কি কবিতা হয়? মন চাচ্ছে এই লেখক আর সম্পাদেক র মাথা নাড়িয়া করে মাথায় ঘোল ঢেলে দেই৷ অশিক্ষিত

    উত্তরমুছুন
  2. বাংলা কবিতার অন্ধকার যুগ চলতেছে। এই অমানিশার আকাশ ফাটিয়ে যে পীরকবিরা বাংলা সাহিত্যের শরীরে বজ্রাঘাত করবে এই কবিতাই তার দিশা দিয়েছে। মানুষ কি কয় কউক, আকরাশ হোসেনের কবিতা বাংলা ভাষা ও সাহিত্যের বিশাল দিক নির্দেশক বলিয়া আমি কনে করি।

    উত্তরমুছুন

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।