কবিতাঃ জনম জনম ভর | নিশিতা আক্তার

আমার প্রতি ক্ষণ কেটে যায়, 
তুমি ফিরে আসবে আবার-এই আশায়।
বিষাক্ত-বিষণ্নতায়,হাহাকারে হাতড়েফেরা হৃদয়
শুধু তোমার কুয়াশা ঢাকা অবয়বের পূর্ণ প্রতিফলনের জন্য
ছুটে চলে তপ্ত-মরু পেরিয়ে 
দিগন্তের পানে,যেথা আছে কাবা-জেরুজালেম 
হ্যাঁ, আমি সেথায় প্রার্থনা করেছিলেম।

আবার কাচের দেয়াল ভেদ করে 
মৃদু হাসি দিয়ে সূর্য উঠে আসুক তোমার সম্মুখে, 
রক্তিম বসন্তের বাসন্তী ঘনছাপ 
ঠিকরে পড়ুক অক্ষিপল্লব বেয়ে খোঁচা দাড়ি-চিবুকে; 
পৃথিবীর সমস্ত লোকালয় উধাও হয়ে যাক, 
সময়ও নাহয় থেমে যাবে
শুধু পড়ে থাক ভালোবাসার সামিয়ানায় মোড়ানো অসীম ছোঁয়া তেপান্তর 
আর মুখোমুখি দাড়িয়ে তুমি-আমি জনম জনম ভর।
আরো পড়ুন -->>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ